মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে উপপরিচালক হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সরকারের উপসচিব উম্মে হাবিবা । তিনি গত ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে এ দপ্তরে যোগদান করেন। ইতঃপূর্বে তিনি উপসচিব স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনে নরসিংদীর বেলাব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ভোলা, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ঢাকা জেলায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
উম্মে হাবিবা সাতক্ষীরা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন। কর্মক্ষেত্রে তিনি সিঙ্গাপুর, ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, জার্মানি ভ্রমণ করেছেন। তাঁর স্বামী মো. আকবর হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।