মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সাফল্যসমূহ:
১। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে নিয়োগ বিধিমালা তৈরি করা হয়েছে এবং নতুন জনবল নিয়োগ করা হয়েছে।
২। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়কে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত জায়গায় এবং নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।
৩। ‘মৎস্য ও প্রাণী সংবাদ’ নামে একটি নিউজ পোর্টাল চলমান রয়েছে। যার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সম্মানিত সচিব ও বিভিন্ন দপ্তর, সংস্থার সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কসপের খবর, স্থিরচিত্র ও ভিডিও প্রচারসহ মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম ও হালনাগাদ তথ্যাদি প্রচার করা হচ্ছে।
৪। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সকল দপ্তর-সংস্থার জনকল্যাণমুখী সকল তথ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সকল লাগসই প্রযুক্তি, জাত উদ্ভাবন এবং আধুনিক গবেষণাসহ সকল তথ্য জনগণের দোরগোড়ায় সহজে, স্বল্প সময়ে পৌঁছে দিতে ‘মৎস্য ও প্রাণী তথ্য ভান্ডার’ নামে একটি অ্যান্ড্রয়েড ও ওয়েববেইজড এ্যাপ তৈরি করা হয়েছে।
৫। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সকল উন্নয়নমূলক ও সচেতনতামূলক তথ্য জনগণের নিকট সচিত্র ও ভিডিও আকারে তুলে ধরতে তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সম্মুখপ্রান্তে একটি এলইডি মনিটর স্থাপন করা হয়েছে।
৬। সর্বাধুনিক ইনটেরিয়র ডিজাইন, এলইডি মনিটর ও সাউন্ডসিস্টেম সমৃদ্ধ, আধুনিক আসন-বিন্যাস এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ একটি কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে। ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে মিটিং ও ওয়েবিনার আয়োজন করা হচ্ছে । বর্তমানে এ দপ্তরের সকল প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং অনুষ্ঠান এই আধুনিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হচ্ছে।
৭। ‘অনলাইন ছুটি ব্যবস্থাপনা’ নামে একটি সেবা সহজিকরণ করা হয়েছে; যার মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীরা যেকোনো জায়গা থেকে খুব সহজেই অনলাইনে ছুটির আবেদন করতে পারে।
৮। ‘অনলাইন চাহিদাপত্র’ নামে একটি সেবা সহজিকরণ করা হয়েছে; যার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর/সংস্থার এবং এর আওতাধীন বিভাগীয়/ জেলা/উপজেলা কার্যালয় হতে যে কোন ব্যবহারকারী মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত মুদ্রণ সামগ্রীর চাহিদা প্রদান করতে পারবে।
৯। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ লাভ করেছে।
১০। বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষ্যে ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার চাহিদার ভিত্তিতে অধিক সংখ্যক মুদ্রণ-সামগ্রী মুদ্রণ করে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে।
১১। সর্বাধিক সংখ্যক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক টিভিসি, জিঙ্গেল, ডকুমেন্টারি এবং ফিলার তৈরি করে সরকারি/বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে।
১২। ব্যাপক সংখ্যক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে গণবিজ্ঞপ্তি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয়েছে।
১৩। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে জনসচেতনতামূলক অধিক সংখ্যক টিভি স্ক্রল বিভিন্ন সরকারি/বেসরকারি টিভি চ্যানেলে বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয়েছে।
১৪। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের বিভিন্ন জনসচেতনতামূলক ভিডিও বিভিন্ন জনবহুল জায়গায় প্রদর্শনীর জন্য একটি ভিডিও ভ্যান ক্রয় করা হয়েছে।
১৫। ডি-নথির মাধ্যমে প্রায় ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
১৬। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে একটি আধুনিক লাইব্রেরি এবং প্যান্ট্রি রুম স্থাপন করা হয়েছে।
১৭। জনসচেতনতা বৃদ্ধি ও সুন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত উন্নত জাত, প্রযুক্তি এবং সচেতনতামূলক কার্যক্রমের স্থির চিত্রের সমন্বয়ে একটি ফটোগ্যালারি স্থাপন করা হয়েছে।
১৮। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জায়গায় এবং নতুন ভবনে আঞ্চলিক অফিসমূহকে স্থানান্তর করা হয়েছে।
১৯। আঞ্চলিক অফিসমূহে ইন্টারনেট চালু করা হয়েছে।
২০। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়কে সিসিক্যামেরার আওতায় অন্তর্ভূক্ত করা হয়েছে।